
Shreya Ghoshal, Arko – Tomake Female Lyrics
Artist: Shreya Ghoshal, Arko
Song: Tomake Female
প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান, সারাক্ষণ দিতে চাই
তোমাকে, ও তোমাকে
স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
দু’টি নয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও তোমাকে
জেনেও তোমার আঁখি চুপ করে থাকে
রোজ দুইফোঁটা যেন আরও ভালো লাগে
গানে, অভিসারে, চাই শুধু বারেবারে
তোমাকে, ও তোমাকে
যেদিন কানে কানে সব বলবো তোমাকে
বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে
পথ চেয়ে রই, দেরি করো না যতই
আর ভোলা যাবে না জীবনে কখনোই
তোমাকে, ও তোমাকে
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বলো কীভাবে বোঝাই ভালোবাসি?
সব চিঠি সব কল্পনা জুড়ে
রং মিশে যায় রুক্ষ দুপুরে
সেই রং দিয়ে তোমাকেই আঁকি
আর কীভাবে বোঝাই ভালোবাসি?
হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান, সারাক্ষণ দিতে চাই
তোমাকে, ও তোমাকে
স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
আর দু’টি নয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও তোমাকে
Find more lyrics at https://dcslyrics.com


Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
James Senese – RosaMaria
internetlove – С новым счастьем
Tomake Female Lyrics – English Translation
I want to give life, I want to give the mind
All meditative, want to give all the time
You, and you
Sort of dreams, lose yourself
I go to bed with two nine
You, and you
Knowing that your drawings are silent
Rose looks better
In the song, in the abyss, just wanting
You, and you
The day I will tell you all in the ear
I will hug you in the middle of the chest
The way, don’t delay as much as
And never forget about life
You, and you
You smile on my lips when you smile
You are actually zonaki zodiac
Rakhi
Tell me how to love?
All the letters across the imagination
The colors are mixed in the rough afternoon
That color
And how do I love to understand?
Yes, I want to give life, I want to give the mind
All meditative, want to give all the time
You, and you
Sort of dreams, lose yourself
And I go to bed with two nine
You, and you
Find more lyrics at https://dcslyrics.com
Shreya Ghoshal, Arko Lyrics – Tomake Female
Please support our site by sharing it.
And please follow our site to get the latest lyrics for all your favourite songs.
Please support the artist and us by purchasing your favourite music thru our Amazon Music and Apple Music links 🙂


Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Release Year: 2016