![RJSKEN Harano Chondo](https://dcslyrics.com/wp-content/uploads/rjsken-harano-chondo.jpg)
RJSKEN – Harano Chondo Lyrics
Artist: RJSKEN
Song: Harano Chondo
কিছুই নাই আর আগের মতো
হারিয়েছি জীবনের ছন্দ গুলো
মনে পড়ে সেদিন গুলো আগের যতো
ফিরে যাওয়া দরজা খোলা সেগুলো
কিছুই নাই আর আগের মতো
হারিয়েছি জীবনের ছন্দ গুলো
মনে পড়ে সেদিন গুলো আগের যতো
ফিরে যাওয়া দরজা খোলা সেগুলো
কিছু স্বপ্ন আজও উড়তে পারেনি
কিছু গল্প আজও বলতে পারিনি
এখন কল্পনা তে আছি অধিক কারন
বাস্তবতা – ভুলতে পারিনি
খুলল চোখ দেখলাম আমি আবদ্ধ
বুঝিনি কখন হয়ে গেছি পথ ভ্রষ্ট
খুজে পেলাম যতক্ষণ জীবনের উদ্দেশ্য
ততক্ষণে হারিয়ে ফেলেছি সব ছন্দ
পাপের নেশাই ক্লান্ত কিন্তু সঙ্গীতের নেশাই অনুভব করি শান্ত নিজেকে
চেয়ে মাফ, করি অজস্র পাপ, না করে হিসাব
যদি পরে ডাক, কি দিবো হিসেবে?
জানি একই মতো কিছু থাকে না সর্বদাই
আমি পরাজিত প্রতিবার অটল সংগ্রামে
ভালোবাসার টানে জিতব ভালোবাসা-ই
যদি হেরে যাই ঘৃণা মনে ভরবে সবখানে
প্রমান ভালোবাসার আদালতে হয়না দৃশ্যমান
সাজা যাবত জীবন কারাদন্ডে সমান
দম বন্ধে আমার সব ছন্দ হারায়
খুব কন্ঠ মেলাই নিজের সাথে
অচিন কারাগার – প্রাচীর পার হবার
সুযোগ খুজে পাই তখন প্রান্তে দাঁড়াই
বার বার পড়ে যাই, পাহাড় ব্যার্থতা
অবেলায় খুজে পাই ভিড়ের মাঝে
এ দুনিয়া টা কতো জালিম বুজতে পারিনি
আমি নিজেকে নিজের মতো রাখতে পারিনি
কেউ নিরব চিতকার ত শুনতে পারেনি
আজ ভুল থেকে শিখলে কাল জিততে শিখবো
হারছি তবুও আশা ছাড়তে শিখিনি
পারবো কি না পারবো সেটা কালকের কাহিনি
কারন চেয়েছি নিজের কাছে, অন্যের চাইনি
নিজের ভাগ্য এখন নিজের ইচ্ছেই লিখবো
কিছুই নাই আর আগের মতো
হারিয়েছি জীবনের ছন্দ গুলো
মনে পড়ে সেদিন গুলো আগের যতো
ফিরে যাওয়া দরজা খোলা সেগুলো
কিছুই নাই আর আগের মতো
হারিয়েছি জীবনের ছন্দ গুলো
মনে পড়ে সেদিন গুলো আগের যতো
ফিরে যাওয়া দরজা খোলা সেগুলো
Find more lyrics at https://dcslyrics.com
![DCSLyrics.com Amazon Music](https://dcslyrics.com/wp-content/uploads/Amazon-Music.png)
![DCSLyrics.com Apple Music](https://dcslyrics.com/wp-content/uploads/Apple-Music.png)
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
RJSKEN – Baridhara
RJSKEN – Haat Bariye
Harano Chondo Lyrics – English Translation
Nothing
Lost the rhymes of life
I remember that day as before
The back door is open
Nothing
Lost the rhymes of life
I remember that day as before
The back door is open
Some dreams couldn’t fly today
Couldn’t tell some stories today
Now I am in the imagination more reasons
Reality – couldn’t forget
I opened the eyes I saw I was bound
I did not understand when the way I became the road
I found the purpose of life as long as I found
All the rhythm
Sin is tired of sin but the music of music is quiet myself
Excuse me, do many sins, not to calculate
If you call later, what will you give?
I know there is nothing like the same
I am defeated every time in a firm struggle
Love is the love of love
If the hate will be hated everywhere
Proof is not visible in the court of love
Life imprisonment
Loses all my rhymes to stop breathing
Very voice with yourself
Achin prison – crossing the wall
Get on the edge
I repeatedly fell, hill
In the middle
I could not understand how wrong this world
I couldn’t keep myself like myself
No one could hear the silent scream
Today I will learn to win tomorrow if you learn from mistakes
I did not learn to give up hope yet
The story of tomorrow is what I can do or not
Because I wanted to do so, I did not want to
Now I will write my own destiny
Nothing
Lost the rhymes of life
I remember that day as before
The back door is open
Nothing
Lost the rhymes of life
I remember that day as before
The back door is open
Find more lyrics at https://dcslyrics.com
RJSKEN Lyrics – Harano Chondo
Please support our site by sharing it.
And please follow our site to get the latest lyrics for all your favourite songs.
Please support the artist and us by purchasing your favourite music thru our Amazon Music and Apple Music links 🙂
![DCSLyrics.com Amazon Music](https://dcslyrics.com/wp-content/uploads/Amazon-Music.png)
![DCSLyrics.com Apple Music](https://dcslyrics.com/wp-content/uploads/Apple-Music.png)
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Release Year: 2021