RJSKEN – Haat Bariye

RJSKEN Haat Bariye

RJSKEN – Haat Bariye Lyrics

Artist: RJSKEN
Song: Haat Bariye

কতনা চেয়েছ আমাকে বদলাতে
সয়েছি অবহেলা নানা অজুহাতে
শুধু শিখেছি চলতে একেলা এছাড়া
আমি আমার মতো আগে থেকেই

দুচোখের সামনে তুমি
সময় থেমে যায় চোখ সরে না
মনে মনে ভাবি কেন আমি
হাত বাড়ালে সে হাত ধরে না

পারিনা দেখতে অন্য কাউকে তোমার পাশে
জানিনা এটা কি ভালো লাগা নাকি ভালোবাসা
জানি না কে দিবে এর জবাব
থাকিও আমার মতো আসল

কাছে আসতে না দিলে থাকি দূরে
ভালো দেখানোর জন্য বাড়ায়ে বলি না
যাবে না আমার এ বাজে স্বভাব
বোঝ কি মানে ভালোবাসার?

খোঁজ কি লুকানো অভিমান?
জানি এসব বলা বেকার তাও
এ মন বলছে অবিরাম
জ্বালাতে কি তোমার এতোই ভালো লাগে?

পৃথিবী গোল সব আসবে ঘুরে
ভালো না বেসে ফেলি দুজন দুজনা কে
এই ভয়েই কি আছি এতো দূরে?
চোখ বুজে ঘুম আর হচ্ছে না

হৃদয়ে কি আছে সেটা বলে দাও
দেখে-ও না বোঝার ভান করো না
মানা করার পরও মন পাগল হচ্ছে তাও
সাতার কাটতে পারিনা তবু যেতে পারি নদীর স্রোতের প্রতিকূলে শুধু তোমার জন্যে

যদি ঝাপ দিতে হয় একসাথে দিব
তুমি ছাড়া সব শুন্যে
অনুভূতি প্রকাশ করিনা ; করলে শেষ হবে না তা গুনলে
বাজে না এক হাতে তালি যেন রোদন অরন্যে

ভালোবাসে পায় নি কে? চায় নি কে দায় নিতে? গাইছে সে যাকে না বলে bye দিতে
প্রায় চারদিকে সবাই না জেনে রায় দিতে আসে
কে জানে হয়তো আমার নাম লেখা আছে তোমার ডায়েরি তে
লুকিও না কিছু, কাঁচা আমি Hide and seek এ

আমাদের অতীত ভুলে, চলো একসাথে দূরে হারিয়ে যাই
যেখানে সবই অনুকুলে, প্রেম যায়না ফুরে, হাত বাড়িয়ে তাই (2x)
Find more lyrics at https://dcslyrics.com

You can purchase their music thru
DCSLyrics.com Amazon Music    DCSLyrics.com Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases

Haat Bariye Lyrics – English Translation

How do you change me
I loved the negligence
Just learned at some time
I already like me

You are in front of the eyes
Time stops does not move
Think about why I think
If he grows his hand

Can not see anyone else next to you
I do not know what it is like or love
I do not know who will answer
Stay like me

Do not come near
Do not say to show good
Can not me
What do you mean love?

What is looking for hidden hidden?
I know it is unemployed
This mind says endless
Do you like it so much?

Earth goals will all come in
Do not be good at the base of two duo
Are you so far away?
The eyes are not going to sleep

Tell me what is in the heart
Do not pretend to understand or not
Even after admonishing, the mind is being crazy
You can not spend your seven, but only for you against the river streams

If you are gonna give together
Without you
Do not express feelings; It will not end
It is not bad or in one hand

Who did not love? Who did not want to take responsibility? Singing he does not tell BYE
Almost all around does not know the verdict
Who knows maybe my name is written in your diary
Do not hide anything, raw me at hide and seek

Forget our past, let’s go away together
Where all is favored, love is not loud, raising the hand, so (2x)
Find more lyrics at https://dcslyrics.com

RJSKEN Lyrics – Haat Bariye

Please support our site by sharing it.
And please follow our site to get the latest lyrics for all your favourite songs.

Please support the artist and us by purchasing your favourite music thru our Amazon Music and Apple Music links 🙂

You can purchase their music thru
DCSLyrics.com Amazon Music    DCSLyrics.com Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases

From the album:
Dao Haat Bariye, Vol. 2
Release Year: 2013