
Popeye Bangladesh – Neshar Bojha Lyrics
Artist: Popeye Bangladesh
Song: Neshar Bojha
স্বপ্ন দেখা খোলা চোখে
হয়না সাহস আর মনে
করি না কিছু পাওয়ার আশা
ব্যর্থ আমার প্রার্থনারা
আজ আমি সব হারানো
আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি
লাগে ভয় যেনো আমার
দেখা হল না আলো সুধাই অন্ধকার
কেউ বুঝেনি আমায় চেনেনি তো কেউ
দেখেও কতবার তবু দেখেনি কেউ
মোর সত্য কল্পনা যতো বাস্তবতা মিথ্যে ততো
তাই আমি বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বর্ষায় ভিজি
ভাঙ্গলে মেঘ, পারি যেতেও আকাশ
শুকাতে রোদের তীরে নিজেকে আমি
ফেরা হলো না ঘরে
নাহি ফিরলো ঘর দিকে আমার
এসে পথেরি মাঝে
পেছনে তাকিয়ে ফিরে আবার
হেটে যাই আমি খুঁজতে কিছু
আমি আজো জানিনা কিসেরি পিছু
সাথী রয় কষ্ট আমার
সে নেয় নাতো বিদায়
দেয় নাতো বিদায়…
আমি মিথ্যে বলেছি
কতো মিথ্যে বলেছি নিজেকে
এক রূপকথার মত
বদলে যাবে এই জীবন শেষে
আজ আমি, ছন্নছাড়া
আমি এক দিশেহারা লুকিয়ে মরি
জানবে না এই নেশার মায়া
কত যে বড় বোঝা, কত যে বোঝা
নেশার মায়া, কত যে বোঝা
Find more lyrics at https://dcslyrics.com


Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Ministério Gênesis – Foi Deus que Fez a Terra
Methodical Madness – U N T O U C H A B L E
Neshar Bojha Lyrics – English Translation
Dreaming open eye
Either dare no more
Do not expect to get something
Failed my prayers
Today I lost all
I see the shouting in the void
It seems like the fear of me
Not seen the light is dark
No one knew me if no one knew me
See how many times but no one has seen
More true imagination
So when I rained
Rains
The clouds are broken, the sky is the sky
I am myself on the shore of the sun to dry
Not returned to the house
Nahi returned to the house to me
In the middle of the way
Back to look back
Go to the hut i’m something to find
I don’t know what to do today
Mate Roy troubles me
He does not bid farewell
Gives farewell…
I have lied
How many lies myself
One -way
Will change at the end of this life
Today I am, sneaky
I die in one
Will not know that this intoxication is Maya
How much that big burdens, how much that burdens that
The illusory of addiction, how much that burdens
Find more lyrics at https://dcslyrics.com
Popeye Bangladesh Lyrics – Neshar Bojha
Please support our site by sharing it.
And please follow our site to get the latest lyrics for all your favourite songs.
Please support the artist and us by purchasing your favourite music thru our Amazon Music and Apple Music links 🙂


Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Release Year: 2013