Habib Wahid – Kobitay

Habib Wahid Kobitay

Habib Wahid – Kobitay Lyrics

Artist: Habib Wahid
Song: Kobitay

কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
এরপর কেটে গেছে কত না ভরা পূর্নিমা
স্বপনেতে বলেছিলে

বৃষ্টি এলে ডাকবে কাছে
এরপর হয়ে গেছে কত না বরষাধারা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে

চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে

জানালার শার্সিতে বেদনার আরশিতে
হতাশার জলছায়া ভাসে
মনের উঠোন জুড়ে বিষাদের সাতসুরে
কষ্টের শেষে হাসি হাসে

বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা

কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
বিষাদের আরাধনা কষ্টের আল্পনা
এই মনে চিরস্থায়ী আজ

রংতুলি জলছবি ভালবাসা ভুল সবই
ছলনার সাধে প্রতি ভাঁজ
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে

চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে

এরপর কেটে গেছে কত না ভরা পূর্নিমা
স্বপনেতে বলেছিলে
বৃষ্টি এলে ডাকবে কাছে
এর পর হয়ে গেছে কত না বরষাধারা

বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা

বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা

বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
Find more lyrics at https://dcslyrics.com

You can purchase their music thru
DCSLyrics.com Amazon Music    DCSLyrics.com Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases

Kobitay Lyrics – English Translation

In the poem
You will come to the moon
Then how many filled Purnima
In the dream

When it rains will call
After that
If a river was sad if said
Love me this

Look at this chest today
How many blue pains
In the poem
You will come to the moon

In the window
Frusty
Saintly
Laughs at the end of the trouble

If a river was sad if said
Love me this
Look at this chest today
How many blue pains

In the poem
You will come to the moon
Venue
This is permanent today in mind

Rangtuli watercolor love is all wrong
Folding
If a river was sad if said
Love me this

Look at this chest today
How many blue pains
In the poem
You will come to the moon

Then how many filled Purnima
In the dream
When it rains will call
After that

If a river was sad if said
Love me this
Look at this chest today
How many blue pains

If a river was sad if said
Love me this
Look at this chest today
How many blue pains

If a river was sad if said
Love me this
Look at this chest today
How many blue pains
Find more lyrics at https://dcslyrics.com

Habib Wahid Lyrics – Kobitay

Please support our site by sharing it.
And please follow our site to get the latest lyrics for all your favourite songs.

Please support the artist and us by purchasing your favourite music thru our Amazon Music and Apple Music links 🙂

You can purchase their music thru
DCSLyrics.com Amazon Music    DCSLyrics.com Apple Music
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases

Release Year: 2022