Deshi MCs – Boma Haamla Lyrics
Artist: Deshi MCs
Song: Boma Haamla
Yeah, Boma Hamla part two
Listen, দুই চোখ বন্ধ করো, মনে কল্পনা করো
আমার কথা গুলো ছবির মতো এঁকে তুলে ধরো
সময়টা ছিল ঠিক এগারোটা পাঁচ
Train থেকে প্রথম পাড়া দিয়ে দেখি এক ধাঁচ
আমার ঘর অন্ধকার, চাকরির জন্য আসি ঢাকা
লোকে বলে এ নগরে নাকি সময় মানে টাকা
চাকরিটা না হলে আমার জীবন অন্ধকার
সবকিছু হাহাকার আমার ঘর-সংসার
ঘরে নেই কোন চাল-ডাল সেই পুরনো চাদর
অশান্তির জীবনে আমার নেই কোন আদর
ঘরে সময় কাটে না, কাটে না যে দিন
Interview-র সময় ছিল ঠিক এগারোটা তিন
হেঁটে হেঁটে দিন পার ভালো আগে না যে কষ্ট
মাথার ঘাম পায়ে ফেলে যদি হয়ে যায় নষ্ট
এটা অন্য একটা দুনিয়া মানে অন্য একটা জগত
সময় কথা বলে সবকিছু চলে নগদ
প্রতিটি লোকের মুখে তুলে ধরে একটি গল্প
চিন্তাধারা অনেক বড় কিন্তু স্বপ্ন দেখে অল্প
যা হবে ভালোর জন্য হবে হতে তাকে দাও
সব কষ্ট না দিয়ে আমার জীবন নিয়ে নাও
ঘটনাটা খুলে বলি কল্পনা করে দেখ
আজ একশে আগস্ট grenade attack
শত শত মানুষের ভিড়ে আমি একজন
কেন যেন মনে জীবন আর কিছুক্ষণ
হঠাৎ ডান দিক থেকে শুনি বিকট একটি শব্দ
কেড়ে ছিঁড়ে নিয়ে গেল কত মানুষের স্বপ্ন
চারদিকে কালো ধোঁয়া রাস্তাতে রক্ত
শত শত লাশ পড়ে আছে নিস্তব্ধ
মঞ্চের মাঝে কেন আমার মেরে ফেলে?
সবাই আমার নিয়ে খেলে আবার আমার নিয়ে হাসে
প্রতিটি দিন মানে দুর্নীতি আর প্রতিটি ঘটা মনে একটি করে লাশ
টাকা দিয়ে বিড়ি ধরাও, বাড়ি-ঘরে আগুন জ্বালাও
সবকিছূর দাম বাড়াও, আরও শুনো দাঁড়াও
বন্ধ করো অবরোধ নইলে নেবো প্রতিশোধ
জনগণ যে চেতে গেলে পাবে না যে প্রতিরোধ
রংবাজি, চাঁদাবাজি, বোমাবাজির বাপে হাজী
জনগন মুখ খুললে বলে ঘটনাটা কী?
প্রতিটি জনগণের নেই কোনো নিরাপত্তা
এইটাকে আমরা সবাই বলি বোমা হামলা (বোমা হামলা)
Find more lyrics at https://dcslyrics.com
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Al Stewart – Time Passages
ТИШАЙШИМ – Пустые слова
Boma Haamla Lyrics – English Translation
Yeah, Boma Hamla Part Two
Listen, close two eyes, imagine in mind
Pick up my words like a picture
The time was just eleven to five
A style
My house is dark, come to the job.
People say that time is money in the city or money
My life is dark if not the job
Everything is shouting my house
No rice-pulses in the house that old sheet
I don’t have any respect in the life of the turmoil
Don’t spend time in the house, the day that doesn’t cut
Interviewer time was just eleven three o’clock
Walking the day is not good before that trouble
Leak
It is another world that means another world
Cash runs everything in time speaking
A story by lifting each guy’s face
Thoughts are too big but dreams are little
Give him to be whatever will be for good
Take my life without giving up all the troubles
Imagine the incident
Today at August Grenade Attack
I am a crowd of hundreds of people
Why life in my mind
Suddenly a word of hearing from the right side to the right
The dream
Blood
Quiet
Why kill me in the middle of the stage?
Everyone laughs with me and laughs with me again
Each day means corruption and one corridor to think of each
Catch a bidi with money, burnt the house
Raise the price of everything, listen more
Stop off
Resistance
Range, extortion, bomb
What is the case when the people open their mouths?
Every people have no security
This is what we all call the bombing (bombing)
Find more lyrics at https://dcslyrics.com
Deshi MCs Lyrics – Boma Haamla
Please support our site by sharing it.
And please follow our site to get the latest lyrics for all your favourite songs.
Please support the artist and us by purchasing your favourite music thru our Amazon Music and Apple Music links 🙂
Disclosure: As an Amazon Associate and an Apple Partner, we earn from qualifying purchases
Release Year: 2021
https://www.youtube.com/watch?v=lrwPzh4V9AM&pp=ygUVRGVzaGkgTUNzIEJvbWEgSGFhbWxh